মো: বুরহান উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ঝ মতিউর রহমান এমপি বলেছেন, আয়কর প্রদান সকল নাগরিকের নৈতিক দায়িত্ব। আয়কর প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব। সবাই সঠিকভাবে আয়কর প্রদান করলে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করবে। আর এভাবে আমরা নিজেদের অর্থেই পদ্মা সেতুর মত বড় প্রকল্পের কাজ বাবায়ন করতে পারব।
বৃহ¯পতিবার শহরের প্রিয়াঙ্গন কম্যিউনিটি সেন্টারে আয়কর মেলা-২০১৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কর অঞ্চল-সিলেটের উদ্যোগে আজ বৃহ¯পতিবার সকাল ১০টায় প্রিয়াঙ্গন কম্যিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
সকাল দশটায় ফিতা কেঁটে মেলার উদ্বোধন করেন অতিথিরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিশু-সংগঠক তাওসিফ মোনাওয়ারের সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আলহাজ¦ মতিউর রহমান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামীন চৌধুরী এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খায়রুল হুদা চপল। অন্যানের মধ্যে বক্তব্য প্রদান করেন অগ্রণী ব্যাংকের এজিএম মাহমুদ রেজা ও দীর্ঘমেয়াদি করদাতা ব্যবসায়ী দিলীপ কুমার রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর সুনামগঞ্জের উপ-কর কমিশনার মোঃ আইয়ূব আলী (এসিটি)।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে করদাতাদের বিভিন্ন সুবিধা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। আজ বিকাল ৫টা ও আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আয়কর মেলা চলবে বলে জানানো হয়েছে।