আমিনুল ইসলাম, আশুলিয়া থেকে : আশুলিয়ার কবিরপুর বাস স্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় নাছির উদ্দিন (৪০) নামের এক পথচারি নিহত হয়েছেন এবং গুরুত্বর আহত হয়েছেন মমিন (৩৫) ও বাশার উদ্দিন (২৫) নামের আরো ২ জন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা রাজির এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা- মেট্রো-ব-১৪-১৬৫৪) আশুলিয়ার কবিরপুর বাস স্ট্যান্ড এলাকায় পৌছাঁলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ৩ পথচারিকে চাপা দেয়।
এসসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জিরানী বাজার কোরিয়া মৈত্রী হাসপাতালে পাঠায়।
পরে, আহতদের মধ্যে নাছির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তবে তিনি প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি।