আমিনুল ইসলাম,আশুলিয়া থেকে : -পোশাক শ্রমিকদের নূনতম মজুরি ৮ হাজার টাকা করার দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার মাসকট গ্রæপের শ্রমিকরা বিক্ষোভ করেছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে এই বিক্ষোভ করেছে শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাসকট গ্রæপের শ্রমিকরা সকালে কারখানায় কাজে যোগদান করতে এসে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
পরে তারা প¦ার্শবর্তী বেশ কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে শ্রমিকদের রাস্তায় বের করে আনে।
এসময় উত্তেজিত শ্রমিকরা বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়ক অবরোধ করে এবং যানচলাচল বন্ধ করে দেয়। মহাসড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের ছত্র-ভঙ্গ করতে প্রথমে হালকা লাঠিচার্জ করে।
এসময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। পরে পুলিশের তুপের মুখে শ্রমিকরা ছত্র-ভঙ্গ হতে বাধ্য হয়। এসময় শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।
শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, যে কোন ধরনের নাশকতা এড়াতে আশেপাশের ৬ টি পোশাক কারখানায় ১ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।