Home | আন্তর্জাতিক | আল আকসা মসজিদ বন্ধ ঘোষণা

আল আকসা মসজিদ বন্ধ ঘোষণা

ইন্টারন্যাশনাল ডেস্ক :  দখলীকৃত জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। মসজিদ প্রাঙ্গনে দু্ই পক্ষের গোলাগুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর মসজিদটি বন্ধের ঘোষণা দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার মসজিদটির গেটের কাছে গোলাগুলির পর জুম্মার নামাজ আদায়েরও সুযোগ পাননি মুসল্লিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ঘটনায় অন্য একজন পুলিশ সদস্য আহত হয়েছে।

ইসরাইল পুলিশের দাবি, ওই তিনজন গুলি ছুঁড়ে অপর তিন ব্যক্তিকে আহত করে পালানোর সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তারা নিহত হয়। তবে আল জাজিরার জেরুজালেম প্রতিবেদক হ্যারি ফসেট জানান, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জেরুজালেমের প্রাচীন শহরের দুং গেট এলাকায় ফিলিস্তিনি বন্দুকধারীরা গোলাগুলি করে। আল-আকসা মসজিদের ব্যবস্থাপকরা জানিয়েছেন, দুই ফিলিস্তিনির মৃতদেহ মসজিদসংলগ্ন প্রাঙ্গণে পড়ে ছিল।

গোলাগুলির পর ইসরায়েলি পুলিশ আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাশিয়া বিশ্বকাপে আজ ভাইটাল ম্যাচে ইরানের প্রতিপক্ষ স্পেন

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে আজ ভাইটাল ম্যাচে গ্রুপ বি-তে ইরানের প্রতিপক্ষ ...

ফের দলের হয়ে লড়তে চান বিএনপির তিন মেয়র

স্টাফ রিপোর্টার : সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনে মেয়র পদটি পাঁচ ...