মো. আফজাল হোসেন ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের ফুলবাড়ীর আলাদীপুর ইউনিয়নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়। গত ২১ শে ফেব্রুয়ারী আলাদীপুর ইউনিয়নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ২নং আলাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাফ্ফর হোসেন। বার্ষিক ক্রীড়া শেষে মেধাবী ছাত্র ছাত্রীর মাঝে সন্মাননা পুরুস্কার বিতরণ করেন ২নং আলাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাফ্ফর হোসেন ও ইউনিয়ন সচিব মো. ইউনুছ আলী।
বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শেষে স্কুল, মাদ্রাসার শিক্ষক, ছাত্র ছাত্রী ও অবিভাবকদের মাঝে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়, মেলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও মেলাবাড়ী দাখিল মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে ২নং আলাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাফ্ফর হোসেন ও ইউনিয়ন সচিব মো. ইউনুছ আলী বলেন, এবারের ন্যায় প্রতিবছরে যে সকল ছাত্র ছাত্রী পরিক্ষায় ভাল ফলাফল পেয়ে মেধাবী ছাত্র ছাত্রী হিসাবে ঘোষিত হবে তাদের মাঝে আমরা সন্মাননা পুরুস্কার তুলে দেয়া হবে।
খেলা শেষে আলাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আলাদীপুর ইউনিয়নের সচিব মো. ইউনুছ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. মাইনুদ্দীন, মেলাবাড়ী হাইস্কুল এর প্রধান শিক্ষক শ্রী. শ্যামল প্রমূখ। এসময় ইউনিয়নের সকল কর্মকর্তা কর্মচারী,বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী,ছাত্র ছাত্রীদের অবিভাবক এবং বিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মো. আশরাফুল আলম উপস্থিত ছিলেন।