স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের শুরুতেই ব্যর্থ আর্জেন্টিনা। আসরে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ড্র দিয়ে এবারের মিশন শুরু করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুরুর ধাক্কা কাটিয়ে উঠার জন্য নিজেদের দ্বিতীয় ম্যাচে একাদশে পরিবর্তন আনার আভাস দিয়েছেন দলটির কোচ জর্জ সাম্পাওলি।
সাম্পাওলির পরবর্তী একাদশে ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পাভনের থাকার জোর বেশ প্রবল। তবে এই বিষয়ে এখনো কিছু ভাবতে নারাজ পাভন। পরবর্তী ম্যাচের মূল দলে নিজেকে এখনো দেখছেন না তিনি।
এই বিষয়ে পাভন বলেন,‘আমার মনে হয়,সাম্পাওলি আমাদের পজিশন গুলো ভালোভাবে দেখেছেন। আমরা দেখবো পরের ম্যাচে কি হয় বা কি সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আমার আত্মবিশ্বাস অনুভব করেছি ও সৌভাগ্যবশত সবকিছুই আমার আনুকুলে আছে। কিন্তু আমি এখনো নিজেকে একজন স্টার্টার ভাবছি না।’
রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচেই অভিষেক হয়েছে এই ফরোয়ার্ডের। সেই ম্যাচে ২০ মিনিটের জন্য বদলি হিসেবে মাঠে নেমেছেন তিনি। নিজের অভিষেক নিয়ে বোকা জুনিয়র্স পাভন বলেন,‘এটি একটি অনন্য মুহূর্ত ছিলো। আমি অভিষিক্ত হতে পেরে অনেক খুশি।’