Home | ব্রেকিং নিউজ | আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) ব্রাক নগর পরিকল্পনা অনুশীলন ও সুশাসন’’ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) ব্রাক নগর পরিকল্পনা অনুশীলন ও সুশাসন’’ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি : ‘‘নগর পরিকল্পনা অনুশীলন ও সুশাসন’’ বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মশালা বুধবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় ‘আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি)’-ব্রাক এ কর্মশালার আয়োজন করে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু।

কর্মশালায় নগরীর সড়ক ও ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসনসহ সামগ্রিক সেবা প্রদানের মাধ্যমে টেকসই উন্নয়ন এবং নগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। আলোচকগণ পরিকল্পিত নগরায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, অপরিকল্পিত নগরায়ন ও সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতার কারণে নগরবাসী উন্নয়নের কাঙ্খিত সুফল থেকে বঞ্চিত হচ্ছে। সেবামূলক প্রতিষ্ঠানগুলির কাজে সমন্বয়ের মাধ্যমে জলাবদ্ধতা মুক্ত, টেকসই ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু এবং সঞ্চালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি) এর সভাপতি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম, ব্রাক বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এ্যাসিসট্যান্ট মোঃ মাহেন উল হক নোবেল ও ব্রাকের ম্যানেজার (ট্রেইনিং এন্ড ডেভেলপমেন্ট) মাফফুরা আলম।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, সহকারী প্রকৌশলী মোঃ মাসুদ করিম, জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের, ব্রাক-এর রিজিওনাল কোঅর্ডিনেটর-খুলনা আবু মোজাফফর মাহমুদ, প্রোগ্রাম স্পেশালিস্ট ইফতেখার হোসেন, ফিল্ড কোঅর্ডিনেটর সিরাজুল ইসলাম, ট্রেনিং অফিসার ইউসুফ আলী, মনিটরিং এন্ড ইভাল্যুশন অফিসার উৎপল দাস প্রমুখ কর্মশালায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কয়েক অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত ...

লুটপাটের উন্নয়নের কথা শুনতে শুনতে জনগণ অতিষ্ঠ: রিজভী

ডেস্ক রিপোর্ট : লুটপাটের উন্নয়নের কথা শুনতে শুনতে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য ...