ইন্টারন্যাশনাল ডেস্ক: সংকট সমাধানের জন্য আমেরিকাকে আর মধ্যস্থতাকারী হিসেবে মেনে না নেয়ার কথা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার গাজার উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের চালানো বর্বরোচিত গণহত্যার পর এ কথা বলেন মাহমুদ আব্বাস।
পশ্চিম জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলার প্রতিবাদে সোমবার বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। তখন তাদের ওপর গুলিবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫৫ ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলি, বোমা ও টিয়ারশেলে দুই সহস্রাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।
মাহমুদ আব্বাস বলেন, এই অপরাধযজ্ঞের ঘটনায় ফিলিস্তিনে শান্তি প্রক্রিয়ায় আমেরিকার মধ্যস্থতাকারীর ভূমিকা কার্যত শেষ হয়ে গেছে। সব ধরনের আন্তর্জাতিক চাপ ও অন্যায় আচরণ সত্ত্বেও ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবে।
মাহমুদ আব্বাস বলেন, বায়তুল মুকাদ্দাসে দূতাবাস করে ফিলিস্তিনি ভূমি জবরদখল করে ইহুদি উপশহর নির্মাণকে বৈধতা দিল ওয়াশিংটন। এই গণহত্যার জন্য ফিলিস্তিনে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।