জাহিদুল হক মনির, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে ১৪টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব পূজামন্ডপে দূর্গাপূজা নির্বিঘেœ পালন করতে পুলিশি সহায়তার জন্য ‘আমি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ বলছি’ এ শিরোনামে আজ বুধবার তার নিজ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস।
ওই স্ট্যাটাসে তিনি পূজামন্ডপে দায়িত্বরত অফিসারদের ফোন নম্বর দিয়ে লিখেছেন, এ উপজেলায় দূর্গাপূজার উৎসব চলাকালিন সময়ে যে কোন অসংলগ্নতা, অনিয়ম, অপ্রীতিকর কোন কিছু নজরে আসার সাথে সাথে পুলিশি সহায়তার জন্য তাৎক্ষনিক ভাবে উল্লেখিত নাম্বারগুলোতে যোগাযোগ করার জন্য। তিনি আরও লিখেছেন পারস্পরিক সৌহার্দ ও ধর্মীয় সম্প্রতি বজায় রাখার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করিছ।
এ ব্যাপারে তিনি বলেছেন, তথ্য প্রযুক্তির এই যুগে ফেসবুক জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যম। এ উপজেলার অনেকেই এখন আমার ফেসবুক আইডিতে সংযুক্ত রয়েছেন। তাই পূজা মন্ডপে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য এই স্ট্যাটাস ও দায়িত্বরত অফিসারদের ফোন নম্বর গুলো দেওয়া হয়েছে।