Home | শিল্প সাহিত্য | পদ্য | আমিতো ভুলেই ছিলাম, আবার কি হলো!

আমিতো ভুলেই ছিলাম, আবার কি হলো!

– সাকিব জামাল

আমিতো ভুলেই ছিলাম- এই মনের ঐ পুরোনো আবাস ।
আবার কেন ডাকলো কোকিল কুহুকুহু, বইলো দখিনা বাতাস ।
আবার কি হলো-
মন এলোমেলো ।
পুরোনো ক্ষত শুকায় না,
জেগে ওঠে ভাঙা জমিন অন্যক্ষণে নদীর বুকে-  হয় সবুজ এবং ফুল চাষ ।
পুনশ্চ মন করে পানি গ্রহণ-
ভুলে বেদনার ক্ষণ ।
প্রেম হারায় না । প্রেমের মানুষ হয়তো হারায়, হয়তো না ।
প্রেমহীন বাঁচে না- নারী এবং পুরুষ । এ যে দ্বন্দ্ব সমাস !

হোক সংযোজক অথবা বিয়োজক- প্রেম অব্যয় ।
প্রেমেই জীবন গতিময়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মাটির নিচে অলৌকিক শব্দ!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে কুড়াগাছা ইউনিয়নের আংগারিয়া পাহাড়ি অঞ্চলে মাটির নিচ থেকে ...

ঘুষ লেনদেন : এবার গ্রেফতার দুদকের বাছির

স্টাফ রির্পোটার : ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানুর রহমানের পর দুর্নীতি দমন কমিশনের ...