স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সোবহানের বিরুদ্ধে করা নয়টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে, তার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির জন্য ২ অক্টোবর দিন ঠিক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ দিন ঠিক করে।