মোঃ মাকছুদুর রহমান জিসান, লক্ষ্মীপুর প্রতিনিধি॥ বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করার প্রতিবাদে লক্ষ্মীপুর সদর পশ্চিমাঞ্চল আয়োজিত এক বিােভ মিছিল বের করে। সদর পশ্চিম সেক্রেটারী মমিন উল্যাহ পাটওয়ারী নেতৃত্বে বিােভ মিছিলটি দালালবাজার জামে মসজিদ সামনে থেকে আরম্ভ করে ঢাকা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদনি করে। এসময় উপস্থিত ছিলেন পশ্চিম শূরা সদস্য আবুুল বাশার, জামায়াত নেতা নূর মোহাম্মদ, শিবির পশ্চিম সভাপতি নুরুল হুদা, উত্তর সভাপতি আনোয়ার হোসেন, জামায়াত নেতা তোফায়েল আহম্মদ, প্রভাষক মোবারক হোসেন, গোলাম মোস্তয়া সাফু, আশরাফ বাবুল, মহসীন বাবুল সহ তিন শতাধিক নেতা কর্মী। মিছিল শেষে সংপ্তি সমাবেশে নেতৃবৃন্দ বলেন অবিলম্ভে জামায়াত নেতা আ. সোবহান সহ অন্যায় ভাবে আটক করা শীষ নেতৃবৃন্দকে ছেড়ে না দিলে জামায়াত এ দেশের ছ্ত্রা-জনতাকে নিয়ে সকল বন্দীদের কে মুক্ত করে আনবে ।