ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | আব্দুল জলিলের মরদেহ আসছে সন্ধ্যায়

আব্দুল জলিলের মরদেহ আসছে সন্ধ্যায়

স্টাফ রিপোর্টার, ৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুল জলিলের মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানযোগে সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে নিয়ে আসা হবে।

এই সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ জাতীয় নেতারা তার মরদেহ গ্রহণ করবেন। সেখান থেকে তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে।

বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শুক্রবার সকাল সাড়ে ৯টায় মার্কেন্টাইল ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে, সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম জানাজা ও সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া।

বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারযোগে মরদেহ নওগাঁয় নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ জুমা তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...