ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | আব্দুল জলিলের জানাজায় হাজারো মানুষ

আব্দুল জলিলের জানাজায় হাজারো মানুষ

স্টাফ রিপোর্টার, ৮ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : শুক্রবার সকাল ১০টায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাবের হোসেন চৌধুরী, হাজী মুহম্মদ সেলিমসহ দলের সর্বস্তরের হাজারো নেতাকর্মী অংশ নেন।

এসময় জানাজার নামাজ পরিচালনা করেন ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন বিন হেলালী।

এর আগে সকাল ৯টায় রাজধানীর মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

সকাল সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মরদেহে শ্রদ্ধা জানাবেন।

আব্দুল জলিলের মরাদেহ শুক্রবার বেলা ১২টার দিকে হেলিকপ্টারযোগে নওগাঁয় নেওয়া হবে। বাদ আসর নওগাঁ শহরের এটিম মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

সেখান থেকে আব্দুল জলিলের মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হবে শহরের চকপ্রাণ মহল্লায়। সেখানে আরও একবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে দাফন করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে আব্দুল জলিলের মরদেহ এসে পৌঁছে।

গত ৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে আব্দুল জলিল  ইন্তেকাল করেন।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...