বিনোদন ডেস্ক : বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, ষাট ও সত্তর দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত গায়ক আব্দুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
আব্দুল জব্বার বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউ বিভাগে চিকিৎসাধীন।
তিনি জানান, তার দেহের বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়ে পড়ছে। এ অবস্থায় রোগীর কাছের মানুষজনকে যেকোনো খবর শোনার জন্য প্রস্তুত থাকতে হবে।
আব্দুল জব্বারের বড় ছেলে মিথুন জব্বার বলেন, ‘আমার বাবার অবস্থা আরও খারাপ হয়েছে। কোনোভাবেই এর উন্নতি হচ্ছে না। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।’
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বীর মুক্তিযোদ্ধা, সঙ্গীতশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বারের গান লাখো মুক্তিযোদ্ধার শক্তি, সাহস ও মনোবল জুগিয়েছে।