স্টাফ রিপোর্টার: পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির মামলায় বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে আসামি করেছে কানাডার পুলিশ।
কানাডার রয়েল কানাডিয়ান মাউন্টেন পুলিশ-আরসিএমপির বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে দেশটির পত্রিকা দি স্টার।
কানাডার পুলিশ জানায়, পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ পেতে আগ্রহী এসএনসি লাভালিনের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেসকেও এই মামলায় আসামি করা হয়েছে।
পদ্মা সেতু নির্মাণে পরামর্শ দান ও তদারকির কাজ পেতে ঘুষ লেনদেনের বিষয়টি তদন্ত সাপেক্ষে তাদের অভিযুক্ত করা হয়েছে।
এই দুর্নীতি চেষ্টার অভিযোগে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু প্রকল্প বাস্তবায়ন হয়নি সময় মতো।
বিশ্বব্যাংকসহ বেশ কটি দাতা সংস্থার সঙ্গে এই অভিযোগ নিয়ে টানাপড়েনের পর সরকার নিজস্ব অর্থায়নে সেতু করার ঘোষণা দিয়েছে।
এদিকে বাংলাদেশেও পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে দুদকের তদন্তেও আবুল হাসান চৌধুরীর নাম রয়েছে।
তবে দুদক এ ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা করেছে, তাদের মধ্যে কেভিন ওয়ালেসও রয়েছেন।
কানাডার ‘বিদেশে ঘুষ প্রদান আইন’ (ফরেন ব্রাইবারি ল) অনুযায়ী কেভিন ওয়ালেসসহ ৩ জনকে অভিযুক্ত করা হয়।
এই অভিযোগে গত মঙ্গলবার কেভিন ওয়ালেসকে গ্রেফতারের পর বুধবার আদালতে হাজিরা দেয়ার শর্তে ছেড়ে দেয়া হয়েছে।
৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণকাজের দরপত্রের বিষয়টি দেখাশোনার দায়িত্ব ছিল কেভিনের।
এসএনসি-লাভালিনের আরো সাবেক ২ কর্মকর্তা রমেশ শাহ ও মোহাম্মদ ইসমাইলের অভিযোগের বিষয়ে তদন্ত করছে আরসিএমপি।
তাদের বিরুদ্ধে একটি মামলা এখন কানাডার আদালতে চলছে। এই ২ জনের বিরুদ্ধে বাংলাদেশে দুদকও মামলা করেছে।
দুদকের করা মামলায় আবুল হোসেন চৌধুরীর সংশ্লিষ্টতার বিষয়ে বলা হয়েছে, এসএনসি-লাভালিনের প্রতিনিধিদের সঙ্গে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সাক্ষাতের ক্ষেত্রে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী যোগাযোগ স্থাপনকারীর ভূমিকা পালন করেন।
রমেশ শাহর নোটবুকে এই দুই সাবেক মন্ত্রীর নাম রয়েছে।
তবে অপরাধ সংঘটনে মোঃ আবুল হাসান চৌধুরী ও সৈয়দ আবুল হোসেনের অপরাধ-সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তকালে খতিয়ে দেখা হবে। এ যুক্তি দেখিয়েই এ দুজনের বিরুদ্ধে মামলা করেনি দুদক।
তাই দুদকের এই যুক্তি গ্রহণ করেনি পদ্মা সেতুর মূল অর্থায়নকারী বিশ্বব্যাংক। এখন দাতাদের ঋণ ছাড়াই নিজস্ব অর্থে ৩০০ কোটি ডলারের পদ্মা সেতু তৈরির ঘোষণা দিয়েছে বাংলাদেশ। যদিও এ কাজ ধীরগতিতে এগোচ্ছে।