বিনোদন ডেস্ক : বিয়ের পরপরই সু’সংবাদ শুনলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। দ্বিতীয়বারের মতো বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় এসেছে তার নাম।
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাময়িকী ফোর্বস’র তৈরি করা ‘২০১৮ সালের ক্ষমতাধর ১০০ নারীর তালিকা’য় ৯৪’তে রয়েছেন প্রিয়াঙ্কা। এ বছর তিনজন ভারতীয় নারী’র সঙ্গে তার নাম এই তালিকায় স্থান পেয়েছে।
সম্প্রতি প্রকাশিত তালিকাটির সর্বাগ্রে রয়েছেন যথারীতি জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। আট বছর ধরেই তিনি শীর্ষ ক্ষমতাধর নারী।
প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামের একটি পোস্ট দিয়ে ফোর্বসকে ধন্যবাদ জানিয়েছেন। সেখানে তিনি লেখেন, ধন্যবাদ ফোর্বস। দ্বিতীয়বারের মতো বিশ্বের ক্ষমতাধর নারীদের কাতারে আমার নাম যুক্ত হওয়ায় সম্মানিত বোধ করছি।
প্রিয়াঙ্কাকে নিয়ে ফোর্বসের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রিয়াঙ্কা বলিউড অতিক্রম করে হলিউডে যাওয়া সফল একজন অভিনেত্রী।
গত বছর এই তালিকায় প্রিয়াঙ্কার অবস্থান ছিলো ৯৭’তে। এ বছর তিন ধাপ এগিয়ে তিনি এসেছেন ৯৪’তে।
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ক্যারিয়ারে প্রায় ৫০টিরও বেশি সিনেমা অভিনয় করেছেন। ২০১৬ সালে টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র মধ্য দিয়ে হলিউডে তার অভিষেক ঘটে।
গত ১ ও ২ ডিসেম্বর মার্কিন পপস্টার নিক জোনাসকে বিয়ে করেন পিসি।