আনোয়ার হোসেন, রাণীশংকৈল, ঠাকুরগাও : পেঁয়াজের দাম হঠাৎ করে উর্দ্ধগতি হওয়ায় স্তম্ভিত হয়ে পড়েছে দেশের মানুষ। উর্দ্ধগতি রোধে সরকার ভারত থেকে ১০০ মেঃ টন পেঁয়াজ আমদানী করে টিসিবির মাধ্যমে ৪৭ টাকা দরে খোলা বাজারে বিক্রী করেছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের উদ্যোগে খোলা বাজারে পেঁয়াজ বিক্রীর কার্যক্রম শুরু হলেও ঠাকুরগাও জেলার রাণীশংকৈল উপজেলাবাসী এখনও টিসিবির পেঁয়াজ কিনতে পায়নি। পিয়াজের দাম খোলা বাজারে ৬০-৬৫ টাকা দরে বিক্রি হলেও হঠাৎ করে শনিবার প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা দরে কিনতে হয়েছে। খুচরা বিক্রেতারা বলেন, আমরাকে এখনও বেশী দামে পেঁয়াজ কিনতে হচ্ছে তাই বেশী দামে বিক্রী করতে হচ্ছে। সরকার ঘোষনা দিলেও উপজেলার ডিলাররা কোন পেঁয়াজ পাননি বলে তারা জানান। রংপুর বিভাগীয় টিসিবির উপসহকারী কার্যনির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা বলেন, আগামী দু’একদিনের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে পেঁয়াজ সরবরাহ কথা জানালেও এখন পর্যন্ত কার্যকর হয়নি। কুরবানি ঈদকে সামনে রেখে সুবিধাবাদি ব্যবসায়ীরা দ্রব্য মূল্যের উর্ধ্বগতির নিল নক্সা তৈরী সুযোগ নিয়েছে। এব্যাপারে সময় থাকতে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধে বাজারে মনিটরিং প্রক্রিয়া ঠিক রাখা একান্ত জরুরী।