ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | আবারও ট্রাম্প পুত্রকে নিয়ে করা সমালোচনার জবাব দিলেন ক্লিনটন কন্যা

আবারও ট্রাম্প পুত্রকে নিয়ে করা সমালোচনার জবাব দিলেন ক্লিনটন কন্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক :  আবারও ট্রাম্প পুত্র ব্যারন ট্রাম্পকে নিয়ে করা সমালোচনার জবাব দিলেন ক্লিনটন দম্পতির মেয়ে চেলসি। মা হিলারি ক্লিনটনের সঙ্গে ট্রাম্পের যতোই ঝামেলা থাকুক না কেন, এর আগেও যখনই শিশু ব্যারনকে নিয়ে কোন সমালোচনা হয়েছে চেলসি তার পাশেই থেকেছে। এবারও এর ব্যতিক্রম ঘটেনি।

নতুন বিতর্কে চেলসি আবারও সমর্থন করলেন ব্যারনকে। এবার এই কিশোরের পোশাক নিয়ে আপত্তি তুলেছে একটি ওয়েবসাইট। গত রবিবার নিউ জার্সি থেকে ওয়াশিংটন আসার পথে বিমানবন্দরে সপরিবার প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ছবি প্রকাশিত হয়। যাতে ব্যারনকে দেখা গিয়েছে, বাদামি রঙের শর্টস আর লাল টি-শার্টে। তাই নিয়েই প্রশ্ন তোলেন সাইটের লেখক ফোর্ড স্প্রিঙ্গার। তার মতে, ‘ব্যারনট্রাম্পের তো প্রেসিডেন্টের ছেলে হিসেবে দায়িত্ব পালন করতে হয় না। তবে প্রকাশ্যে অন্তত ঠিকঠাক পোশাক পরে তো আসতে পারে।’

এর পরেই চেলসি ওই লেখার সমালোচনায় টুইটে লেখেন, ‘সংবাদমাধ্যম বা অন্যরা দয়া করে ব্যারনের পিছু ছাড়ুন। ওকে ওর মতো বড় হতে দিন।’

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ডোনাল্ড ট্রাম্পের সব চেয়ে ছোট ছেলে ব্যারনের পাশে দাঁড়িয়ে প্রাক্তন প্রেসিডেন্ট-কন্যা চেলসি ক্লিনটন বলেছিলেন, ‘প্রত্যেক শিশু তাদের শৈশবে যা সুযোগ পায়, ব্যারনেরও তাই পাওয়া উচিত।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...