ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়েছে তালেবান বিদ্রোহীরা। এ ঘটনায় প্রাথমিকভাবে সাতজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। একটি গাড়িবোমা বিস্ফোরণের মাধ্যমে শুরু হওয়া হামলাটি শেষ খবর পাওয়া পর্যন্ত অব্যাহত ছিল। শুক্রবার সকালে এ হামলা শুরু হয় বলে জানিয়েছে পুলিশ।
হামলার দায়িত্ব স্বীকার করে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলাটি শুরু হয়। বিস্ফোরণ ঘটানোর সঙ্গে সঙ্গেই অন্য তালেবান সদস্যরা গুলিবর্ষণ শুরু করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কনস্যুলেট ভবনের কাছে তালেবান বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ অব্যাহত ছিল। তবে বিদ্রোহীরা কনস্যুলেট ভবনে ঢুকে পড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, চলতি মাসের প্রথমদিকে পূর্ব আফগানিস্তানের পাকিস্তান সীমান্তের কাছে তোরখামে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল তালেবান বিদ্রোহীরা। দীর্ষ সময় ধরে বন্দুকযুদ্ধের পর সেখানে তিন বিদ্রোহী নিহত হয়েছিল।
সূত্র: বিবিসি অনলাইন