ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি : দেশের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নে পরপর দুই বার জেলার শ্রেষ্ঠ সাবেক ইউপি চেয়ারম্যান, মাসিক চলমান চিত্র পত্রিকার সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাদুল্যাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম খাদেমুল ইসলাম খুদি বলেছেন, আমি ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কোন অবসরপ্রাপ্ত আমলা নই। আমি তৃণমুল পর্যায়ের সাধারণ জনগণের জনপ্রতিনিধি মাত্র। সাদুল্যাপুর তথা জেলার আপামর অভাবী-দুঃখী, অসহায়-নীপিড়িত ও বঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিরলস কাজ করে যাচ্ছি। সৃষ্টিকর্তা যতদিন বেঁচে রাখবেন, আপনাদের খেদমতে নিয়োজিত থাকবো ইনশাল¬াহ্। দশম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) নির্বাচনী এলাকায় সংসদ সদস্য প্রার্থী হিসেবে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পলাশবাড়ী উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে বুধবার দুপুরে স্থানীয় পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জাসদ সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জনি, জেলা জাসদ যুবজোট সাধারণ সম্পাদক সুজন প্রসাদ, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক শাহ আলম ফুলকু মিয়া, জাসদ নেতা আলাল হোসেন খন্দকার, উপজেলা যুবজোট আহবায়ক আব্দুল মমিন ও যুজজোট নেতা সাজু মিয়া প্রমুখ। সভায় উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান গাইবান্ধা-০৩ আসনে পলাশবাড়ীবাসীর পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে খাদেমুল ইসলাম খুদির নাম ঘোষনা করেন। শেষে সমবেতদের মাঝে খিচুরী বিতরণ করা হয়।