সুনামগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে সুনামগঞ্জে র্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা স্কাউটস শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে একটি বণ্যাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কামরুজ্জামান, জেলা স্কাউটস’র কমিশনার মো. ফয়জুর রহমান, জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক তাহির আলী তালুকদার, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন উদ্দিন, জেলা স্কাউটস’র যুগ্ম- সম্পাদক কানন বন্ধু রায়, উডব্যাজার রাছমিন বেগম চৌধুরেী, হাসমত আরা বেগম,ইউনিট লিডার ধীমান দাস,রজব আলী, মো.মাহমুদ আলী, জেলা রোভার স্কাউটস লিডার মো. রায়হান উদ্দি, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম মাহবুব,সহ-সম্পাদক দুর্জয় দও পুরকায়স্থ,রোভার মেট রায়হান আলীম তানিম,হুসনা হিরা,মিতা তালুকদার প্রমুখ।