স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ। বিশ্বের সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশেও পালিত হবে আন্তর্জাতিক আদিবাসী দিবস। এই দিনে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের অধিকারবঞ্চিত আদিবাসীরাও তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামবেন।
আদিবাসী দিবস উপলক্ষে আজ রাজধানী ঢাকাসহ সারা দেশে বেশকিছু কর্মসূচি নিয়েছে বাম ও সাংস্কৃতিক সংগঠনগুলো। বাংলাদেশের আদিবাসীদের মধ্যে বিরাট একটি অংশ দেশের পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বাস করে।