স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রথিতযশা অভিনেতা আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, আনোয়ার হোসেন ছিলেন বহুমুখী চরিত্রের অভিনেতা। তিনি বাংলা চলচ্চিত্র শিল্পে ‘মুকুটহীন সম্রাট’ হিসেবে খ্যাত ছিলেন।
রাষ্ট্রপতি বলেন, এই কিংবদন্তি অভিনেতা ও দেশপ্রেমিক সংস্কৃতি কর্মীর মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো।
রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে রূপদানকারী খ্যাতমান অভিনেতা আনোয়ার হোসেন গতরাতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২।