স্টাফ রিপোর্টার : বাংলার অভিনয় জগতে নবাব হিসেবে খ্যাত আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আনোয়ার হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
শুক্রবার দুপুরে এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘চলচ্চিত্র ও মঞ্চ অঙ্গনে কুশলী অভিনেতা আনোয়ার হোসেনের মৃত্যুতে গোটা দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’
আনোয়ার হোসেনের মৃত্যুতে গোটা দেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘দক্ষ এই অভিনয় শিল্পী অসাধারণ অভিনয়ের জন্য দেশের মানুষের মনে চিরজাগরুক এবং অমর হয়ে থাকবেন। বহুমাত্রিক এই কুশলী অভিনেতা ব্যক্তিগত জীবনেও ছিলেন সহৃদয়, উদারচেতা ও বিনীত স্বভাবের অধিকারী।’
তিনি আরো বলেন, ‘সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে বাংলার নবাবের ভূমিকায় অসামান্য অভিনয়ের জন্য আনোয়ার হোসেন ছিলেন গণমানুষের আত্মজন। অমর এই শিল্পীর ইন্তেকালে দেশে অভিনয় জগতে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পুরণ হবার নয়।’
বিএনপি চেয়ারপারসন মরহুম আনোয়ার হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, নিকটজন, ভক্ত, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক শোকবাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম আনোয়ার হোসেনকে সাংস্কৃতিক অঙ্গনের একজন স্মরণীয় ব্যক্তিত্ব এবং অমর ও কীর্তিমান অভিনয় শিল্পী হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন, শিল্পী-কলাকুশলী ও ভক্তদের প্রতি গভীর সহমর্মিতা জানান।