স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আনোয়ার হোসেন বাংলা চলচ্চিত্রের ‘মুকুটহীন সম্রাট’ হিসেবে খ্যাত ছিলেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভাধর ও বাংলা চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আনোয়ার হোসেনের মৃত্যুতে দেশ একজন অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, সংস্কৃতি কর্মী ও দেশপ্রেমিককে হারালো। তার মৃত্যু দেশের চলচ্চিত্র শিল্প ও জাতির জন্য বিরাট ক্ষতি। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী গতকাল স্কয়ার হাসপাতালে অসুস্থ অভিনেতাকে দেখতে যান। তিনি তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন।
নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে অনন্য অভিনয়ের জন্য আনোয়ার হোসেন ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮২। সূত্র: বাসস।