মো. আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : নানা উৎসাহ উদ্দীপনা ও প্রতিমা বিসর্জনের মাধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজার সমাপ্তি ঘটেছে।
৩০ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ পূজা উদ্যাপন পারিষদ দিনাজপুর জেলা শাখা ও দিনাজপুর পূজা উদ্যাপন সমন্বয় কমিটি কর্তৃক আয়োজিত দিনাজপুর শহরের মডার্ন সিনেমা মোড় সংলগ্ন স্থানে হুইপ ইকবালুর রহিম এমপি’র বিজয়ার শুভেচ্ছা মঞ্চের চার পাশে হাজার হাজার নারী পুরুষ ধর্মীয় নানা আচারাদি ও পূজা অর্চনার মাধ্যমে মা দুর্গা দেবীকে বিদায় জানালেন। সেই সাথে প্রতি বছর মর্তে মাকে আসার জন্য ভক্তারা করুণা প্রার্থনা করেন। পূজা উদ্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বক্সী বাচ্চুর সভাপতিত্বে বিজয়া মঞ্চে বিজয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হাসমিন লুনা, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পদাক এস এম খালেকুজ্জামান রাজু, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য সুনীল চক্রবর্তী প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন গণসংযোগ সম্পাদক কাশী কুমার দাস। পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু ও সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় দিনাজপুর জেলায় এবার সুষ্ঠুভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত হওয়াতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, আনসার বাহিনীর সদস্যদের ও ট্রাফিক বিভাগের সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা জানান। তাদের সার্বিক সহযোগিতা ও কল্পনাহীন নিরাপত্তা জোরদার করার কারণে সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।