আনোয়ার হোসেন, রাণীশংকৈল, ঠাকুরগাও : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা আদিবাসী সম্প্রদায় দু’দিনব্যাপী বিশ্বকর্মা পুজা উৎসব পালন করেছে। ভাদ্র মাসের ১১ তারিখ চাঁদে শুরু হয়ে ১২ তারিখ চাঁদে একাদসি পুজা উৎসবশেষ হয় । উপজেলার ঘনশ্যামপুর পাহানপাড়া গ্রামে যথাযথভাবে একাদসি পুজা উৎসব ১৫ ও ১৬ সেপ্টেম্বর পালন করা হয়। পুজা উৎসবে আদিবাসীদের নৃত্য উপস্থিতিদের মুগ্ধ করে। আদিবাসীরা সম্মিলিতভাবে একাদসি পুজা উৎসবে অংশগ্রহণ করে।