নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি ঃলালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৩য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে আব্দুস সাত্তার নামে এক জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে ওই উপজেলার পলাশী ইউনিয়নের দোলাপাড়া এলাকা থেকে পুলিশ তাকে আটক করে বুধবার (৮ নভেম্বর) সকালে জেল-হাজতে প্রেরণ করেন। আটক সাত্তার ওই এলাকার দালাল উদ্দিনের পুত্র বলে জানা গেছে।
আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় জানান, উপজেলার দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী (১০) স্কুল থেকে বাড়ি ফেরার পথে রামদেব এলাকার আব্দুস সাত্তার (৪৫)’র বাড়িতে পানি পান করতে যায়। ওই ছাত্রীকে একা পেয়ে বাড়ির মালিক সাত্তার মেয়েটিকে ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় তার আতœচিৎকারে স্থানীয়রা ছুটে এলে আব্দুস সাত্তার পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুস সাত্তারকে আটক করেন। বুধবার সকালে তাকে লালমনিরহাট জেল-হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় আদিতমারী থানায় একটি মামলা হয়েছে।