জহির খান
নদী তোমার ঢেউ স্রোতে ভাসে দারুণ সব জল
তুমি বন্ধু আমার আত্রাই
কেবল যেন জারুল মায়ায় জড়িয়ে থাকো…
আত্মার অস্তিত্বে
এখন
এই সব জলের খুব গহিনে প্রেম
পথিক ঝোলা কাঁধে ঝুলিয়ে
এমন সব গন্তব্যে
তবু এই বেশ সাঁতারে গোল্লায় যাক জল
গুড় দুধ মধুর প্রতারনা জেনে
আহ্ কি প্রেম
পকেট ভর্তি জলে ভেসে আসে এক অদ্ভুত নদী
কেটে নেয় মানুষের বয়স কাটে প্রেমরোগ