ব্রেকিং নিউজ
Home | বিনোদন | ছোটপর্দা | আজ পুনরায় ঘোষণা করা হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর নাম

আজ পুনরায় ঘোষণা করা হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর নাম

বিনোদন ডেস্ক : মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ থাকছেন না জান্নাতুল নাঈম এভ্রিল। এভ্রিলের বিয়ের বিষয়টি প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরেই অনুষ্ঠানটির আয়োজক অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট এর একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

আয়োজকরা জানিয়েছেন, বুধবার বিকেলে হোটেল ওয়েস্টিনের বল রুমে বাকি ৯ প্রতিযোগীকে ডাকা হয়েছে। বিচারকদের রায়ে উপস্থিত সেই ৯ জনের মধ্য থেকে শীর্ষ সুন্দরী বাছাই করা হবে। একই দিন তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। সব বিচারক ও সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পুনরায় ঘোষণা করা হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর নাম।

উল্লেখ্য, জান্নাতুল নাঈম এভ্রিলের মাথায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট ওঠার পর থেকেই শুরু হয়েছে বতর্ক। কেননা তার আগে আরেকজনের নাম ঘোষণা করা হয়। যেটাকে আয়োজকরা ‘ভুল’ হিসেবে আখ্যায়িত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মন্ত্রিসভায় বৈষম্যবিরোধী আইনের খসড়ার অনুমোদন

স্টাফ রিপোর্টার: মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে বৈষম্যবিরোধী আইন, ২০২২-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত ...

পার্বত্য অঞ্চল হবে সম্পদ শান্তিতে সমৃদ্ধ: পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়টি বেশ জটিল, তবে ...