সামছুল আলম লিটন ব্যুরো চীফ বগুড়া অফিস : বগুড়া সরকারী আজিজুল হক কলেজের এক ছাত্রকে হত্যার পর লাশ ফেলে পালিয়ে গেছে দূর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত ছাত্র জাহিদ হাসান জয়(২০) আজিজুল হক কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র ও নওগাঁ জেলার রানীনগর থানার আবাদপুকুর গ্রামের নূর মোহাম্মাদের পুত্র বলে পুলিশ জানায় । তার হত্যার কারন জানা যায়নি এবং কেউ গ্রেফতারও হয়নি। সে বগুড়া শহরের জহুরুল নগরের একটি ছাত্রাবাসে অবস্থান করে লেখাপড়া করতো।
পুলিশ জানায় , রোববার রাত সাড়ে ৯টার দিকে একদল দূর্বৃত্ত জয়কে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মাইক্রোবাসে লাশ নিয়ে বগুড়া শহরের বেজোড়া এলাকায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তার পেকেটের পরিচয়পত্র দেখে পরিচয় জানা যায় এবং তার পরিবারকে খবর দেয়া হয়।
জেলা গোয়েন্দা পুলিশ জানান , গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চিহ্ন পাওয়া গেছে। কারা কেন কিভাবে হত্যা করেছে তা জানা যায়নি ।