অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, ৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বরিশালের আগৈলঝাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পরে সর্বস্ব হারিয়েছে একটি পরিবার। অচেতন অবস্থায় পরিবারের ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের জলিরপাড় গ্রামে মুকুন্দ কির্তনীয়ার পরিবারের খাবারের সাথে বুধবার রাতে অজ্ঞান পার্টির সদস্যরা নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রাখে। রাতে ঘরের সবাই ওই খাবার খেয়ে অজ্ঞান হয়ে পরলে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে মুকুন্দর পরিবারের লোকজন ঘুম থেকে না ওঠায় একই বাড়ির অন্যান্য লোকজন অজ্ঞান অবস্থায় মুকুন্দ কির্তনীয়া (৫৫), ঊষা রানী (৪২), মিঠুন (২২), মিতালী (২০), মুন্না (১২) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Home | আন্তর্জাতিক | আগৈলঝাড়া অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারিয়েছে একটি পরিবার। অচেতন ৫জনকে হাসপাতালে ভর্তি।