অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় মধ্যযুগের প্রখ্যাত কবি বিজয় গুপ্তের ৫২০ বছরের পুরানো প্রতিষ্ঠিত নবরুপে মনসা দেবী মন্দিরের প্রকাশনা উৎসব মহাড়ম্বরে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সংকলনের সম্পাদক ও বরিশাল জেলা মাধ্যমিক শিক সমিতির সভাপতি দাশগুপ্ত আশীষ কুমারের সভাপতিত্বে মন্দির অঙ্গনে বরিশাল জেলা প্রশাসক মো. শহীদুল আলম প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করে ‘বিজয় গুপ্তের মনসা মন্দির’ শীর্ষক সংকলনের উদ্বোধন করেন।
প্রকাশিত সংকলনে বাণী দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শাহজাহান মিয়া এমপি, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ্, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনুস, গৈলা মনসা মন্দিরের সেবায়েত রবীন্দ্র নাথ চক্রবর্ত্তীসহ বিশিষ্টজনেরা। ১২২ পৃষ্ঠার বিজয় গুপ্তের মনসা মন্দির সংকলনে মন্দিরের ইতিহাস, ঐতিহ্য, পদ্মপুরাণ বা মনসা মঙ্গল কাব্য, রয়ানী গান, এলাকার ইতিহাস ঐতিহ্য, দেবী মনসার মাহাত্ম তুলে ধরে লিখেছেন বরিশাল জেলা প্রশাসক মো. শহীদুল আলমসহ বিশিষ্ট লেখক ও সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সংকলনে স্থান পেয়েছে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ উদ্বোধন ও বিভিন্ন কার্যক্রমের সচিত্র প্রতিবেদন। চলতি বছরের ১৬ আগস্ট তিনজন সচিবের উপস্থিতিতে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত মনসা দেবীর ধাতব পিতলের মুর্তি ও মন্দিরের উদ্বোধন করেছিলেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্ত্তীসহ সন্যাসী-পুরোহিতদের একটি দল। শুক্রবার বিকেলে সংকলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিশিষ্ট আইনজীবি রানা দাশগুপ্ত, একই সংগঠনের নেতা অধ্যাপক কাজল দেবনাথ, লে: কর্ণেল শামসুল আলম শামস, কবি বিজয় গুপ্তর স্মৃতি রা, মনসা মন্দির সংরণ ও উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তারক চন্দ্র দে, সাধারণ সম্পাদক দুলাল দাশগুপ্ত, মনসা মঙ্গল কাব্যের ওপর দণিাঞ্চলের প্রথম পিএইচডি ডিগ্রি অর্জনকারী বিএম কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. নীলকান্ত ব্যাপারী, সাবেক প্রধান শিক অরুণ কৃষ্ণ হালদার, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার, আগৈলঝাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন, গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৌরনদীর চঁাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে প্রমুখ।
Home | শিল্প সাহিত্য | গদ্য | আগৈলঝাড়ায় ৫২০ বছরের প্রাচীণ কবি বিজয় গুপ্তের মনসা মন্দির সংকলনের উদ্বোধন