ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | আগৈলঝাড়ায় ব্রিজ ধ্বসে সড়ক ও নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন যানবাহনসহ হাজার হাজার জনসাধারণের চলাচলে চরম দূর্ভোগ

আগৈলঝাড়ায় ব্রিজ ধ্বসে সড়ক ও নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন যানবাহনসহ হাজার হাজার জনসাধারণের চলাচলে চরম দূর্ভোগ

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি, ১৬ মার্চ, বিডিটুডে ২৪ ডটকম : বরিশালের আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের পার্শ্ববর্তী জোবারপাড় নামকস্থানে জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজ ধ্বসে খালের মধ্যে পরে সড়ক ও নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হাজার হাজার জনসাধারণের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজনদের এখন এপার ওপার হতে এক কি.মি-রও বেশি রাস্তা ঘুরতে হচ্ছে। পয়সারহাট-আগৈলঝাড়া খালের ওপর নির্মিত জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি ১৪ মার্চ ধ্বসে পরায় বিভিন্ন স্কুল-কলেজের শিার্থী, পথচারী, যানবাহনসহ হাজার হাজার জনসাধারণকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিভিন্নসূত্রে জানা গেছে, গত ১০বছর পূর্বে বরিশাল জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে এ ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটি নির্মাণের শুরু থেকে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠলেও ঠিকাদারী প্রতিষ্ঠানটি প্রভাবশালী ব্যক্তির মালিকানাধীন হওয়ায় ওইসময় তাদের হম্বিতম্বির কারণে এলাকাবাসী ওইসময় কোন প্রতিবাদ করতে পারেনি। স্থানীয় একাধিকসূত্রে জানা গেছে, পয়সারহাট নদী থেকে আগৈলঝাড়া সদর পর্যন্ত একমাত্র এই নৌপথটি দিয়েই ব্যবসায়ীরা নৌকা ও ট্রলারযোগে মালামাল পরিবহন করতে হয়। ব্রিজটি ভেঙে পরার কারণে স্থানীয় লোকজনসহ অন্যান্যদের এখন এপার থেকে ওপারে যেতে এক কি.মি-রও বেশি রাস্তা ঘুরতে হচ্ছে। গত ১৪ মার্চ ব্রিজটি ধ্বসে খালের মধ্যে পরার কারণে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এব্যাপারে উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান বলেন, ব্রিজটি নির্মাণকালীন ঠিকাদারের অনিয়ম সম্পর্কে শুনেছি। প্রকৃত ঘটনা তদন্তসহ দ্রুত ব্রিজটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্মকর্তাদের কাছে আবেদন করা হয়েছে।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...