অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় বিশ্বকর্মা পূজার দুটি অনুষ্ঠানে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতসূত্রে জানা গেছে, উপজেলার রামানন্দের আঁক গ্রামে সাবেক ইউপি সদস্য শচীন হালদারের বাড়িতে মঙ্গলবার রাতে বিশ্বকর্মা পূজার অনুষ্ঠান চলাকালে খোকন বল্লভ ও বাবু হালদারের মধ্যে বাকবিতান্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের শায়ন বল্লভ, খোকন বল্লভ, শঙ্কর হালদার, নরোত্তম জয়ধর, স্বপন জয়ধর, পলাশ, মনোরঞ্জন দাস, দীপায়ন রায়, নীহার বল্লভ, অমৃত রায়, দীপঙ্কর বাড়ৈসহ ১৫জন আহত হয়েছে। আহত শায়ন, খোকন বল্লভ ও শঙ্কর হালদারসহ ৫জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপরদিকে একই রাতে উপজেলার পশ্চিম রাজিহারে অপর একটি পূজা অনুষ্ঠানে সংঘর্ষে বাদল রায়, বাপ্পী রায়, মিন্টু সিকদার, প্রশান্ত রায় প্রতিপক্ষের হাতে আহত হয়ে উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে।