অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া, বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলার হিন্দু ধর্মাবোলম্বীদের সকল ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানাসহ প্রতিটি বাড়িতে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার বিশ্বকর্মা পূজাঁ অনুষ্ঠিত হয়েছে।
প্রচলিত পঞ্জিকামতে প্রতিবছরের ন্যায় ভাদ্রমাসের শেষদিনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা উপলক্ষে সকালে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান সাফ সুতরো করে ধর্মীয় রীতি অনুযায়ী পুরোহিত দিয়ে পূজা অর্চনা শেষে প্রসাদ বিতরণ করেন। এ উপলক্ষে পয়সারহাট নদীতে এক মনোজ্ঞ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।