ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | আগৈলঝাড়ায় বরযাত্রী মেয়েদের ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত ২০।

আগৈলঝাড়ায় বরযাত্রী মেয়েদের ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত ২০।

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, ৬ মার্চ, বিডিটুডে ২৪ডটকম :
বরিশালের আগৈলঝাড়ায় বরযাত্রীদের সাথে আসা মেয়েদের ছবি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ২০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের লিটু বাহাদুরের মেয়ে সাথীর সাথে খুলনা সদরের সোনাডাঙ্গা থানা রোডের মো. বাবুল সরদারের ছেলে হাসিবুল ইসলাম জয়ের বিয়ের দিন ধার্য ছিল গতকাল বুধবার। গতকাল দুপুরে মাইক্রো ও বাসসহ বরযাত্রী নিয়ে বরিশালের আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নের আমবৌলা খেয়াঘাটের পূর্বপাড়ে পৌঁছুলে স্থানীয় গণি বক্তিয়ারের বখাটে ছেলে আমিন বক্তিয়ার বরযাত্রীদের সাথে আসা মেয়েদের ছবি তুললে বরযাত্রীরা আমিনকে ছবি তুলতে বাঁধা দেয়। এঘটনা নিয়ে বরযাত্রীদের সাথে আমিনের উত্তপ্ত বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এসময় আমিনের পক্ষ নিয়ে এলাকাবাসী সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে আহত বরযাত্রী হলেন রাকিব, শফিকুল, জুয়েল, ইসমাইল, তুহিন, হোসনেয়ারা বেগম, সোনিয়া, তন্বী, শান্ত ও স্থানীয় মহিন, পনির, আমিন, আমিনের পিতা গণি বক্তিয়ারসহ ২০ জন আহত হয়। এদের মধ্যে ৮ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এঘটনায় এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে আগৈলঝাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...