ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | আগৈলঝাড়ায় প্রেমের টানে দু’সন্তানের জননীর গৃহত্যাগ

আগৈলঝাড়ায় প্রেমের টানে দু’সন্তানের জননীর গৃহত্যাগ

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, ১৯ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বরিশালের আগৈলঝাড়ায় প্রেমের টানে দু’সন্তানের জননী প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে পালিয়েছে। এনিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বাকাল গ্রামের শফিজদ্দিনের ছেলে মোসলেম গাইনের সাথে একই উপজেলার পতিহার গ্রামের আশরাফ আলী ফকিরের মেয়ে রুনার বিয়ে হয়। বিয়ের পরে তাদের ঘরে দু’টি সন্তান জন্ম নেয়। জীবিকার তাগিদে স্বামী ঢাকায় থাকার সুযোগে পার্শ্ববর্তী বাড়ির আইউব আলী ফকিরের ছেলে রাসেল ফকিরের সাথে রুনা পরকীয়ায় জড়িয়ে পরে। অতঃপর প্রেমের টানে সোমবার রাতে উভয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এনিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি  হয়েছে।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...