অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া, বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে চলাফেরা করার অপরাধে এক দম্পতিকে নির্যাতন করেছে প্রতিপক্ষরা। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ এঘটনায় একজনকে আটক করেছে। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতসূত্রে জানা গেছে, উপজেলার যবসেন গ্রামের সৈয়দ আলী পাইকের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের মৃত আইউব আলী পাইকের ছেলে এনামুল ও জুয়েলদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সকালে বিরোধীয় জায়গায় এনামুলসহ অন্যরা জোর করে বেশকিছু চারাগাছ লাগায়। এরপর তারা মজিবর পাইকের ছেলে হাদিস পাইক প্রতিপক্ষ সৈয়দ আলীর সাথে চলাফেরা করার অপরাধে স্থানীয় হারুনের চায়ের দোকানে হাদিসকে পেয়ে এনামুল ও জুয়েল মারধর শুরু করে।
এসময় হাদিসের স্ত্রী তাসলিমা স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে এনামুল ও জুয়েল তাসলিমাকে একটি পিকআপ ভ্যানের রশি দিয়ে বেঁধে বেদম মারধর করে। তাসলিমাকে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এনামুলকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় হাদিস বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।