ব্রেকিং নিউজ
Home | বিবিধ | আইন অপরাধ | আগৈলঝাড়ায় পিতাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে

আগৈলঝাড়ায় পিতাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় পিতাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ও থানাসূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর কালীবাড়ি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আ. ছাত্তার মোল্লা (৬০) কে রোববার রাত সাড়ে দশটার সময় ছেলে রেজাউল মোল্লা (২৮) পিতাকে ঘুম থেকে ডেকে ঘরের বাইরে নেয়। অতর্কিতভাবে মাদকাসক্ত ছেলে ধারালো দা দিয়ে এলোপাথারি কুপিয়ে মূমূর্ষ অবস্থায় ফেলে রাখে পিতাকে। ওই রাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. কেএম শাকিব তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা স্থানীয়রা থানায় জানালে এসআই মোশারফ হোসেন ঘটনাস্থালে গিয়ে হত্যাকারী পুত্র রেজাউল মোল্লাকে গ্রেফতার করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল সোমবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় নিহত আ. ছাত্তার মোল্লার দ্বিতীয় স্ত্রী রুমা বেগম বাদী হয়ে হত্যাকারী ছেলে রেজাউল মোল্লাকে একমাত্র আসামী করে গতকাল সোমবার সকালে থানায় মামলা দায়ের করে, যার নং- ৮ (১৮-৯-২০১৭)। পিতার হত্যাকারী ছেলে রেজাউলকে সোমবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রাজ্জাক মোল্লা জানান, ছাত্তার মোল্লা তার প্রথম স্ত্রী রাবেয়া বেগমকে মাঝে মধ্যে নির্যাতন করত। এ কারণে ছেলে রেজাউল পিতার উপর ক্ষুব্ধ হয়ে হত্যাকান্ড ঘটিয়েছে।
সরেজমিন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, একই বাড়ির এক মেয়ের সাথে রেজাউলের প্রেমের সর্ম্পক ছিল। ওই মেয়ে আত্মহত্যা করার পর থেকে রেজাউল মাদকাসক্ত হয়ে পরে বলে জানান তার ফুপু জয়তুন নেছা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আটোয়ারীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কার্যকলাপ

পঞ্চগড়ের আটোয়ারীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকায় এক ...

রাণীশংকৈলে ইয়াবা সহ আটক ১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১জনকে আটক করেছে থানা পুলিশ। ...