গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় রাতের আঁধারে জমি দখল করে দোকানঘর নির্মানে বাঁধা দেয়ায় দখলদাররা পিটিয়ে হত্যা করেছে জমি মালিককে। এঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসময় ভাড়াটিয়া সন্ত্রাসীরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার বারপাইক বাজারে অমূল্য সরকারের পৈত্রিক সম্পত্তিতে একই গ্রামের জলধর বল্লভের ছেলে স্বপন বল্লভের নেতৃত্বে পরিতোষ বাড়ৈ, শুকলাল সরকার, কুশাই সরকার, রবীন পান্ডে, নিমাই পান্ডেসহ বহিরাগত ২৫-৩০ জন সন্ত্রাসী বুধবার রাত দুইটার দিকে দোকানঘর নির্মাণ করতে গেলে সম্পত্তির মালিক অমূল্য সরকার বাঁধা প্রদান করে। এসময় উভয় পরে মধ্যে বাক-বিতান্ডার এক পর্যায়ে সন্ত্রাসীরা পিটিয়ে অমূল্য সরকারকে হত্যা করে রাস্তায় ফেলে রাখে এবং সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্ডেমের জন্য বরিশাল প্রেরণ করেন। পুলিশ সন্ত্রাসীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় নিহতের ছেলে অধীর সরকার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে, যার নং-১০(১৯-০৯-২০১৩)।