অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাসুরের হাতে নির্মমভাবে নির্যাতিত হয়েছে এক গৃহবধূ। তাকে মূমূর্ষ অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতসূত্রে জানা গেছে, উপজেলার আস্কর গ্রামে পুরান কালীবাড়ি সংলগ্ন অধিকারী বাড়িতে মহিলাদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতির সূত্রপাত হয়। এসময় একই বাড়ির অসীম অধিকারীর স্ত্রী ডলি রানী (৩৫) কে তার চাচাত ভাসুর অমর অধিকারী, পিতামৃত- নবকুমার অধিকারী চ্যালাকাঠ দিয়ে তার সমস্ত শরীরে বেধড়ক পিটাতে থাকে। উপর্যুপরি নির্যাতনে ডলি রানী সংজ্ঞাহীন হয়ে পরলে তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে ৪দিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার আঘাতপ্রাপ্ত শরীরের বিভিন্নস্থানে পচন ধরছে বলে জানা গেছে। এব্যাপারে আহতের পরিবার থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
Home | বিবিধ | আইন অপরাধ | আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনায় ভাসুরের হাতে গৃহবধূ নির্যাতিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন