মোঃ বদরুজ্জামান খান সবুজ, গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ার উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ডাক্তারকে মারধরের ঘটনার মামলার প্রধান আসামীকে গতকাল সোমবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। মামলাসূত্রে জানাগেছে, গত ১২ সেপ্টেম্বর রাতে উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে ডা. মুসফিকুজ্জামান কর্মরত ছিলেন। ওইদিন গভীর রাতে আউট ডোরে রোগী দেখতে না যাওয়ায় উত্তর শিহিপাশা গ্রামের মো. কুদ্দুস মোল্লার বখাটে ছেলে সুমন মোল্লার নেতৃত্বে ডাক্তারকে মারধর করে আহত করে। ওই রাতেই গুরুতর অবস্থায় ডাক্তারকে হাসতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ডা. মুসফিকুজ্জামান বাদী হয়ে গতকাল সোমবার মামলা দায়ের করলে উপ পুলিশ পরিদর্শক শহীদ ওই মামলার প্রধান আসামী সুমন মোল্লাকে নিজ বাড়ি থেকে সকালে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুমনকে গতকালই বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।