অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : কঠোর নিরাপত্তা আর নকলমুক্ত পরিবেশে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথমদিনে আগৈলঝাড়ায় ৬৫জন শিক্ষার্থী অনুপস্থিত। আগৈলঝাড়া উপজেলায় কেন্দ্রসহ পাঁচটি ভেন্যুতে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে মোট ২৮২২ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। সেখানে বুধবার বাংলা পরীক্ষায় ২৭৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৬৫ জন পরীক্ষার্থী।
সূত্র মতে, আগৈলঝাড়া কেন্দ্রে ৫৫৩ জনের মধ্যে ৭ জন অনুপস্থিত, গৈলা কেন্দ্রে ৫০২ জনের মধ্যে ১৬ জন অনুপস্থিত, বারপাইকা ভেন্যুতে ৪৫৮ জনের মধ্যে ৭ জন অনুপস্থিত, বাগধা ভেন্যুতে ৪৮৫ জনের মধ্যে ১৩ জন অনুপস্থিত, রাজিহার ভেন্যুতে ৬১৭ জনের মধ্যে ১২ জন অনুপস্থিত ও জেডিসি কেন্দ্রে ২০৭ জনের মধ্যে ১০ জনসহ মোট ৬৫জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল ও প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।