মোঃ বদরুজ্জামান খান সবুজ, গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় ৪ জামাত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রথখোলা নামক স্থানে জামাত-শিবির এর মিছিল শেষে রাজনৈতিক প্রতিপরা ধাওয়া করে জামাত নেতা কালকিনি উপজেলার কুড়ির চর গ্রামের নুর মোহাম্মদ শিকদারের ছেলে গিয়াস উদ্দিন শিকদারকে মারধর করে পুলিশের কাছে শোপর্দ করে। পরে পুলিশ তল্লাসী চালিয়ে গৈলা থেকে উপজেলা জামাতের সাংগঠনিক সম্পাদক ছরোয়ার জামিল, মজিদ গোমস্তা, জলিল গোমস্তাকে গ্রেফতার করে। এসময় রাজনৈতিক প্রতিপরা ছাত্রদলের নেতা আবু সায়েদ ও রাজ্জাক ফকিরকে মারধর করে আহত করে। গ্রেফতারকৃত জামাতের ৪ নেতাকে ১৫১ ধারায় বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।