অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পার্টি (এরশাদ) রাজিহার ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। উপজেলা সদরের কেজি স্কুল মিলনায়তনে শুক্রবার সকাল ১০টায় কাজী এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে রাইসুল ইসলাম মিঠুকে সভাপতি, কাজী এনামুল ইসলামকে সাধারণ সম্পাদক ও নুরে আলম সরদারকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়। কাউন্সিলে জাপা (এরশাদ) উপজেলা শাখার সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, দপ্তর সম্পাদক মো. আলতাফ মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।