অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০১৮তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের ছয়গ্রাম বন্দরে বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় মহা-ব্যবস্থাপক আবু সালেহ মো. মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সহ-ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লা, ব্যাংকার সুভাষ চন্দ্র দাস। শেষে প্রধান অতিথি ফিতা কেটে ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
Home | অর্থনীতি | ব্যাংক ও বীমা | আগৈলঝাড়ায় ছয়গ্রাম বন্দরে বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০১৮তম শাখা উদ্বোধন