অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকের উপর হামলা ও মারধরের ঘটনায় প্রধান আসামীকে সোমবার সকালে পুলিশ গ্রেফতার করেছে।
মামলাসূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর রাতে উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে ডা. মুশফিকুজ্জামান কর্মরত ছিলেন। ওইদিন রাতে আউটডোরে রোগী দেখতে না যাওয়াকে কেন্দ্র করে উত্তর শিহিপাশা গ্রামের কুদ্দুস মোল্লার বখাটে ছেলে সুমনের নেতৃত্বে ওই চিকিৎসকের উপর হামলা চালিয়ে তাকে মারধর করে আহত করে। ওই রাতেই গুরুতর অবস্থায় ডা. মুশফিকুজ্জামানকে হাসতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহত ডা. মুসফিকুজ্জামান বাদী হয়ে সোমবার মামলা দায়ের করলে এসআই শহীদ প্রধান আসামী সুমন মোল্লাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে সোমবারই আদালতে প্রেরণ করা হয়েছে।