মোঃ বদরুজ্জামান খান সবুজ, গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০১৮তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার রতœপুর ইউনিয়নের ছয়গ্রাম বন্দরে বাংলাদেশ কৃষি ব্যাংকের বরিশাল বিভাগীয় মহা-ব্যবস্থাপক আবু সালেহ মো. মুসার সভাপতিত্বে উদ্বোধন পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সহ-ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিচ, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লা, ব্যাংকার সুভাষ চন্দ্র দাস। বক্তারা বলেন, আওয়ামীলীগ মতায় এসে জনগনের সেবার জন্য তাদের দোড় গোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দিতে গত পাঁচ বছরে বিভিন্ন ব্যাংকের ২ হাজার ৭শ শাখা চালু করা হয়েছে। পান্তরে জোট সরকারের আমলে শুধু মাত্র কৃষি ব্যাংকেরই ৫৫টি শাখা বন্ধ করে দেয়া হয়েছে। পরে অতিথিরা বাংলাদেশ কৃষি ব্যাংকের ছয়গ্রাম বন্দর শাখার উদ্বোধন করেন।